• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

বিরলে জনসমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩ জুন ২০২৪  

বিরলে জনসংগঠনের উপজেলা সমন্বয় পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় ভূমি অধিকার, কৃষি—ভূমি সংস্কার ও সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক জনসমাবেশ অুনষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান আজাহার আলী এর সভাপতিত্বে ও সিডিএ এর আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান লুৎফর রহমান। জনসমাবেশে জনসংগঠনের নেতৃবৃন্দ নিজেদের জমিজমা সম্পর্কে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন এবং অতিথিবৃন্দ সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণে আশ্বাস ব্যক্ত করেন ও প্রধান অতিথি সর্বজনীন পেনশন স্কীমে সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানান। 

শেষে প্রধান অতিথি’র নিকট উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের পক্ষ হতে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –