– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

বিরামপুরে কথিত ডিবি পুলিশ ও ভারতীয় নাগরিক আটক 

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের বিরামপুরে কথিত ডিবি পুলিশ ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (২ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে দিনাজপুর আদালতে পাঠায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলো উপজেলার চাপড়া গ্রামের মোফাজ উদ্দিনের ছেলে বাবু (২৩) ও  ভারতের দক্ষিণ আগ্রা গ্রামের নেপাল বর্মনের ছেলে সুমিত বর্মন (২৭)।বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান,  শনিবার সকালে মোটরসাইকেলে পাঁচ যুবক বিরামপুর পৌর এলাকার মামুদপুর (সাঁওতালপাড়া) গ্রামে ঢুকে। তারা এসেই নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই গ্রামের রবিন মণ্ডলকে বেধড়ক চড় থাপ্পড় শুরু করে। এ সময় তারা রবিনের বাড়ি তল্লাশির নামে ঘরের জিনিসপত্র তছনছ করে এবং ট্রাঙ্কের ভেতর রাখা ৫০ হাজার টাকা লুট করে। এসময় পরিবারের অন্য সদস্যরা চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এলে চার যুবক পালিয়ে গেলেও স্থানীয়রা বাবু  নামে এক যুবককে ধরে ফেলে। পরে তারা ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে, বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে চৌঘরিয়া স্কুল এলাকা থেকে ২ বোতল বিয়ারসহ সুমিত বর্মন নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে।

ওসি জানান, উভয় ঘটনায় শনিবার থানায় আলাদা দু’টি মামলা হয়েছে এবং দুই আসামিকে শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –