– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

বিরামপুরে জামায়াতের মিছিল থেকে ১৬ নেতাকর্মী আটক 

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের বিরামপুরে জামায়াতের মিছিল থেকে ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌরসভার পূর্বপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিরামপুর জোতমাধব এলাকার জামিল হোসেন (৩৫), চিরিরপাড় বুজুরুক গংগাপুর এলাকার আব্দুল মান্নান (৬৫), শ্যামনগর এলাকার মোজাফ্ফর রহমান (৭৩), পার্বতীপুরের লালবিলাস এলাকার জিয়াউর রহমান (৩৭), বিরামপুরের খিয়ার মামুদপুর এলাকার নুরুজ্জামান (৪০), মধুপুর এলাকার ওমর ফারুক (৩২), পার্বতীপুর এলাকার তাজনগর কাজীপাড়া এলাকার হাবিবুর রহমান (১৮), মুকুন্দপুর এলাকার আনোয়ার হোসেন (৪০), একই এলাকার রফিকুল ইসলাম (৫৫), বুজরুগঙ্গা এলাকার আক্কাস আলী (৩২), ফুলবাড়ী উপজেলার হরিপুর এলাকার ইসমাঈল হোসেন (৩২), বিরামপুর পূর্ব জগন্নাথপুর এলাকার সামসুদ্দিন আহম্মেদ (৫৫), কলেজপাড়া এলাকার আনোয়ার হোসেন (৫৫), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্দা এলাকার নাঈম ইসলাম (১৮), টাটকপুর এলাকার সাজ্জাদুর রহমান (৩২) ও চাঁদপুর এলাকার তোতামিয়া (৬৭)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিরামপুর শহরে মিছিল করে নাশকতা করার চেষ্টাকালে অভিযান চালিয়ে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –