• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

বিরামপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ২ মে ২০২৩  

 
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়ার জমি থেকে আব্দুল ওয়াহেদ মুন্সি নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিরামপুর পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়ার তার নিজ বাড়ীর পূর্ব পাশ্বে নেপিয়ার জমিতে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত বৃদ্ধ আব্দুল ওয়াহেদ মুন্সি(৮০) বিরামপুর পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়া গ্রামের মৃত: মনছের মুন্সির ছেলে। 
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আব্দুল ওয়াহেদ মুন্সি পেশায় একজন কবিরাজ ছিলেন এবং তিনি ঝাড়-ফুঁক করে বেড়াতেন। সোমবার সন্ধ্যা থেকে আব্দুল ওয়াহেদকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন মনে করে তিনি হয়তো অন্য গ্রামে কাজে গিয়েছেন। মঙ্গলবার সকালে প্রতিবেশিরা বাড়ির পূর্ব পাশ্বে নেপিয়ার ঘাঁসের জমিতে ওই বৃদ্ধের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তারা পরিবার ও পুলিশকে সংবাদ দেন। 

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ঘটনার রহস্য উঘাটনে পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট মাঠে নেমেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –