– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসি মালিকের জরিমানা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের বিরামপুরে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলাবাগান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ জরিমানা করেন।

তারা হলেন- এসকে মেডিসিনকে দুই হাজার, স্বাধীন ফার্মেসিকে ১০ হাজার ও মোহাম্মদ মেডিসিন ফার্মেসি তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, শহরের কলা বাগান এলাকার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। পরে ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তিন ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –