• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

বিরামপুরে লুট হওয়া ধান কুষ্টিয়ায় উদ্ধার

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

বিরামপুরে লুট হওয়া ধান কুষ্টিয়ায় উদ্ধার                                         
ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে বিরামপুর থেকে লুট হওয়া ২৬০ বস্তা ধান কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তথ্য প্রযুক্তি ব্যবহার পুলিশ ধানগুলো উদ্ধার করে।

এর আগে ১৫ জানুয়ারি বিরামপুর উপজেলার কেটরা হাট মেসার্স মুহিত হাসান এন্টারপ্রাইজ এবং আয়ড়া মোড়ের মো. নজরুল ইসলামের ঘর হতে ধানগুলো লুট হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ১৫ জানুয়ারি দুপুর ২টার দিকে উপজেলার কেটরা হাট মেসার্স মুহিত হাসান এন্টারপ্রাইজ এবং আয়ড়া মোড়ে মো. নজরুল ইসলামের ঘর হতে ২৬০ বস্তা ধান লোড দিয়ে দিনাজপুর মেসার্স দরদি অটোরাইস মিল পুলহাটে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ধান লুটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চালানো হয়। পরে প্রযুক্তি ব্যবহার করে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ধান বোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –