• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতে পাচারকালে ৩ কেজি সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ আগস্ট) ভোরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ বিরামপুর সীমান্তের দাউদপুর বিওপির বিজিবির একটি দল সীমান্তের ২৮৯ পিলারের ৪৬ সাব পিলার এলাকা থেকে ওই বিষ উদ্ধার করা হয়।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে বিরামপুরের দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।এ সময় পাচারকারীরা দুটি কাঁচের জার ফেলে পালিয়ে যায়। এরপর জারে রাখা ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। যা বাজার মূল্য অনুমানিক ২৩ কোটি টাকা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –