• শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হাসপাতাল চালু হয়েছে চীনে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘এজেন্ট হাসপাতাল’ নামে এআই চালিত নতুন এ ভার্চুয়াল হাসপাতাল চালু করেছেন।

ভার্চুয়াল এ হাসপাতালটিতে ১৪ জন এআই ডাক্তারের পাশাপাশি চারজন এআই নার্সও রয়েছেন। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গবেষকদের মতে, এআই চিকিৎসকরা কয়েক দিনেই ১০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দিতে সক্ষম। তবে এই চিকিৎসা সেবা দিতে মানব চিকিৎসকদের সময় লাগবে কমপক্ষে দুই বছর।

এআই ডাক্তাররা মার্কিন মেডিকেল লাইসেন্সিং পরীক্ষার মেডকিউএ ডেটাসেটে ৯৩ দশমিক শূন্য ৬ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে।

তার ভিত্তিতে গবেষকরা দাবি করছেন, এআই ডাক্তাররা চিকিৎসা সম্পর্কিত প্রশ্নগুলো বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে পারদর্শী। ফলে এরা রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তাদের সম্ভাব্য কার্যকারিতা প্রমাণ করেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –