• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪  

দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে দেশিয় অস্ত্রের আঘাতে মো. ফয়জাল নামে একজনের হাত বিচ্ছিন্ন করা হয়েছে। আহত ফয়জালকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

আহত মো. ফয়জাল (৫৩) বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের মোঃ সদর আলীর ছেলে। শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল হামিদ জানান, ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেলের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে প্রতিবেশি মো. এরফান হকের ছেলে মো. একরামুল হকের সাথে। সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমি বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল বিক্রয়ের জন্য একই এলাকার সদর আলীর ছেলে মো. ফয়জালের সাথে চুক্তিবদ্ধ হন। বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে মো. ফয়জালের সাথে একরামুল হকের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মো. ফয়জালের হাত বিছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত মো. ফয়জালকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। তবে পুলিশ অপরাধীকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –