• শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

বীরগঞ্জে তীব্র তাপদাহে চরম দুর্ভোগে প্রাণিকূল 

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

বৈরী আবহাওয়ায় টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপদাহের পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে মানুষের পাশাপাশি ভালো নেই প্রাণিকূলও। তীব্র তাপদাহ থেকে পরিত্রাণ পেতে রাস্তায় অথবা ফুটপাতে জমে থাকা নোংরা পানির মধ্যে সময় কাটাতে দেখা গেছে ভাসমান প্রাণিকূলের। বিশেষ করে গবাদিপশু পুকুর কিংবা ডোবায় নেমে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে শরীর ভেজাতে দেখা গেছে।এ ছাড়াও গৃহপালিত পশু-পাখি, হাস, মুরগি, পাখিরা রয়েছে চরম অস্বস্তিতে। তাপদাহে তাদের মাঝে দেখা দিচ্ছে পানি শূন্যতাসহ নানা রোগবালাই। এসব কারণে অধিকাংশ প্রাণিকূলের মাঝে আচরণগত পরিবর্তনও লক্ষ করা গেছে।

মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার মেহনপুর ইউপির দক্ষিণ পলাশবাড়ি মন্ডলপাড়ার পুকুরে স্থানীয় গোলাবাবু রহমানের মহিষগুলো পানিতে শরীর ভাসিয়ে দিতে দেখা যায়। এ অবস্থা বিভিন্ন গ্রামাঞ্চলে।

বীরগঞ্জের পরিবেশপ্রেমী সোহেল আহমেদ জানান, তীব্র তাপদাহে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গবাদিপশু ও পাখিদের নাজুক অবস্থা। বেশি দুর্ভোগে পড়েছে শহরের ফুটপাতে থাকা বেওয়ারিশ কুকুরসহ অন্যান্য প্রাণিকূল। প্রকৃতির এই বৈরীতায় তাদের পাশে কেউ নেই। এ ব্যাপারে সরকারের পাশাপাশি সমাজের মানবিক মানুষগুলোর এগিয়ে আসা দরকার।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি বলেন, তীব্র তাপদাহে করণীয় বিষয়ে লিফলেট তৈরি করে উপজেলায় বিতরণ করা হয়েছে। এ ছাড়াও খামারিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে চলমান তাপদাহে গবাদিপশুর যত্নে করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে।এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে চলমান প্রশিক্ষণে এ ব্যাপারে পরামর্শ প্রদান করা হচ্ছে। যেখানে পশু-পাখিদের বিচরণ রয়েছে, এমন এলাকায় ছায়াযুক্ত জায়গায় পানি রাখার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে। যদি সম্ভব হয় সেই পানিতে লেবুর রস দেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।বিশেষ করে আগামী কোরবানিকে কেন্দ্র করে গরু, মহিষ এবং ছাগল খামারিদের খামারে ফ্যানের পাশাপাশি প্রাকৃতিকভাবে বাতাস প্রবেশ করে, সেই ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

(বাংলাদেশ প্রতিদিন)

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –