– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

বীরগঞ্জে মাদক সেবনের অভিযোগে এক বছরের কারাদন্ড

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

 
দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের অভিযোগে মোঃ শফিকুল (৩৫)নামে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মোঃ শফিকুল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার এলাকার মোঃ সোরহাবের ছেলে। 

বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফজলে এলাহী ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার এলাকায় বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে নিজ বাড়ীর সামনে মাদক সেবনকালে মোঃ শফিকুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি আরও জানান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –