• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

`বীর মুক্তিযোদ্ধারা দেশকে অহংকারের জায়গায় নিয়ে গেছেন`  

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

 
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার ও গর্বের জায়গায় নিয়ে গেছেন। এ গর্বের জায়গা ধরে রাখতে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, আঘাত আসতে পারে, সে ক্ষেত্রে ঘরে বসে থাকলে হবে না।

গতকাল মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘জয় বাংলা’ ভাস্কর্য উদ্বোধন শেষে এসব কথা বলেন নৌপ্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আঘাত এলে বীর মুক্তিযোদ্ধাদের মতো রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চলতে চাই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাধীনতার সুখ উপভোগ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা নির্মিত হয়েছে।

পরাজিত শক্তিরা আন্তর্জাতিক ইস্যুকে কেন্দ্র করে সোনার বাংলাকে ছিন্নবিন্ন করতে চায়- উল্লেখ করে নৌপ্রতিমন্ত্রী বলেন, এ সোনার বাংলাকে ছিন্নবিন্ন করার জন্য তারা ‘পদযাত্রা’ করে। আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধার সন্তানরা আমরা যদি পদযাত্রা করি তবে রাজাকার, আলবদর, আলশামসরা কেউ বাঁচতে পারবে?

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধের শিকার হয়েছেন উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সেই নেত্রী কারো মানবিক অধিকার হরণ করতে চান না। তিনি বাংলাদেশকে শান্তিপূর্ণ রাষ্ট্র করতে চান।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –