– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

বেরোবিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩  

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক। 

উদ্বোধনকালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি একটি ভালো উদ্যোগ। আমাদের উচিৎ বেশি বেশি গাছ লাগানো।

এসময় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক রবিউল ইসলাম প্রমুখ।

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ বেরোবি শাখার সভাপতি শিহাব মন্ডল বলেন, পরিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই ।আরও সুন্দর, সবুজ ও উন্নত বাংলাদেশ গড়তে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

জাতীয় পরিবেশ পদক জয়ী, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের (তুহিন ওয়াদুদ) সার্বিক সহযোগীতায় জারুল, শাল, তেলসুর সহ নানান প্রজাতির গাছ রোপণ করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –