– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

মরক্কোতে ভূমিকম্পে নিহত বেড়ে ২১২২

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার কাজ করতে হচ্ছে মরক্কোর বাসিন্দা ও উদ্ধারকারীদের। এখনো দেশটিতে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে অনেক মানুষ। এরই মধ্যে রাষ্ট্রীয়ভাবে ২১২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এখনো অনেক প্রান্তিক এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী ও সহায়তা প্রদানকারীরা।

গ্রামবাসীরা কোনো রকম আধুনিক সরঞ্জাম না পেয়ে হাত ও নিজস্ব কিছু উপকরণ দিয়ে প্রিয় ও পরিচিত জনদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

উদ্ধারকাজে গতি আনতে আরো লোকবল ও উদ্ধার উপকরণ দরকার মরক্কোর। এছাড়া মৃতদের কবর দেওয়ার জন্য প্রয়োজনী জিনিসপত্রও পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।

গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, ভূমিকম্প তাদের সব শেষ করে দিয়ে গেছে। অনেকেই না খেয়ে আছেন। শিশুরা পানির জন্য হাহাকার করছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির পুরনো শহর মারক্কাশে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে এই বিপর্যয় নেমে আসে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –