• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১১ মে ২০২৪  

রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) সকালে উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওই ইউনিয়নের পূর্ব বড় বালা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। ১১ নম্বর বড়বালা ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার স্বপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে সোহাগ পূর্ব বড়বালা এলাকার দৌলত মিয়ার পানি সেচের মোটরের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সোহাগ ওই ইউনিয়নের ছড়ান হাই স্কুলের শিক্ষার্থী ছিল। ওই স্কুল থেকে এবারে সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –