• মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

‘শিশু-কিশোর-যুবাদের দক্ষ করে গড়ে তুলতে চায় সরকার’

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

স্কাউটিংয়ের মাধ্যমে সরকার দেশের শিশু-কিশোর-যুবাদের দক্ষ, আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কাউট প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংঘাত, ক্ষমতা দখল, আগুন সন্ত্রাসসহ সব বাধা পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।’

‘আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা মানুষকে সম্পূর্ণভাবে প্রযুক্তি শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আজকে সেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্র্যান্ড লাইন আমরা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আমরা উৎক্ষেপণ করেছি।’

উল্লেখ্য, মৌচাকের জাতীয় স্কাউট মাঠে বৃহস্পতিবার শুরু হয় জাম্বুরি। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশ নেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –