• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

`স্বার্থান্বেষী মহলের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম ধর্ম`        

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩  

 
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্ম মানুষকে শৃঙ্খলিত জীবন যাপন করতে সহায়তা করে। ধর্ম মানুষের মধ্যে মমত্ববোধ ও ভালোবাসা তৈরি করে। ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। এ ধর্মে অশান্তির কোনো স্থান নেই। কিন্তু ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এক শ্রেণির স্বার্থন্বেষী মহলের জন্য। ধর্ম মানুষের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করে।

গতকাল বুধবার দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন আলফালাহ মডেল মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের বাণী হচ্ছে সত্য সুন্দর এবং কল্যাণের জন্য। ইসলাম ধর্মে বিদ্বেষীভাবের কোনো স্থান নেই। সারা বিশ্বে মুসলমানরা আজ চরম সংকটে আছে। গাজায় নির্বিচারে মানুষ হত্যা চলছে। আমাদের প্রমাণ করতে হবে, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম।

ধর্মজইন আলফালাহ মডেল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, বিরল পৌরসভার মেয়র ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, পাবলিক প্রসিকিউটর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –