– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩  

 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ৪টি অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ওরিয়েন্টেশন কার্যক্রম শুরুতে শোকের মাস আগস্ট উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে কালো ব্যাচ বিতরণ করা হয়। অডিটোরিয়াম-১ এ সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কৃষি অনুষদ এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ এবং অডিটোরিয়াম ২ এ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ ও দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ফিসারিজ অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

সকল অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম.কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট অনুষদের সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। ওরিয়েন্টেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন স্ব স্ব অনুষদের সম্মানিত ডিন মহোদয়গণ। 

এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় স্লাইডের মাধ্যমে তুলে ধরেন এবং প্রক্টর র‌্যাগিং এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –