• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

হাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৬ জুন ২০২৪  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশনকৃত) জন্য “স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ আর” শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আইকিউএসি’র কনফারেন্স রুমে “স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ আর” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। 
আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। রিসোর্স পার্সন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর প্রফেসর ড. আবু হেনা মোঃ মাহবুব উল লতিফ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –