– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

হাবিপ্রবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পদার্পণ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আনন্দ র্র্যালী এবং ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে চত্বরে ড.মোঃ মাহবুবুর রহমান (পরিচালক ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগ) এর সভাপতিত্বে আনন্দ র্র্যালী এবং ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ড.এম কামরুজ্জামান ভাইস চ্যান্সেলর হাবিপ্রবি দিনাজপুর ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ সাইফুর রহমান, রেজিষ্ট্রার হাবিপ্রবি দিনাজপুর। প্রফেসর মোঃ মামুনুর রশিদ,প্রক্টর হাবিপ্রবি দিনাজপুর। ড.মোঃ রাশেদুল ইসলাম সহকারী প্রক্টর হাবিপ্রবি দিনাজপুর। সহ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ছাত্র ছাত্রী ও কর্মচারীগণ।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর ১৯৯৯ সালের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। তাই এই দিনটাকে যথাযথ মর্যাদায় পালন করার জন্য ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –