– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

হিলিতে কমেছে পেঁয়াজ-মরিচের দাম

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩  

 
দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। কেজিতে কাঁচামরিচের দাম কমছে ৪০ টাকা। পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ২ থেকে ৩ টাকা। 

বর্তমানে প্রতি কেজি ভারতীয় কাঁচামরিচ খুচরাবাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে এবং খুচরাবাজারে একটু খারাপ মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকা দরে। 

ভারত থেকে আমদানি অব্যাহত থাকার কারণেই কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কিছুটা কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। শনিবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দুদিন থেকে পেঁয়াজ ৪৬ থেকে ৫০ টাকা দরেই বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকার কারণে কমতে শুরু করেছে দাম। বর্তমানে ১০০ টাকা কেজি দরেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা গত দুদিন আগে বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৪০ টাকা দরে। 

হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহের ৬ কর্মদিবসে ভারতীয় ১৮০ ট্রাকে ৫ হাজার ৩১৪ টন পেঁয়াজ এবং ৩১ ট্রাকে ২৬২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –