• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

হিলিতে নোংরা পরিবেশে সেমাই তৈরি, ৪ কারখানাকে জরিমানা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩  

 
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে দিনাজপুরের হিলিতে চারটি কারখানাকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

তিনি বলেন, অনুমোদনহীন ও কেমিক্যাল রঙ মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় হাবিব কারখানা, ডাঙ্গাপাড়া ঐতিহাসিক কারখানা এবং আলী ফুড অ্যান্ড লাচ্ছা সেমাই কারখানাসহ চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বেশিরভাগ কারখানার শ্রমিক এপ্রোন ও ক্যাপ ছাড়া মাটির ঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মমতাজ বেগম আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকলে তাদের কারখানা বন্ধ করাসহ অন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –