– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

হিলি রেলওয়ে স্টেশনে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের  হাকিমপুর উপজেলায়  হিলি রেলস্টেশন আধুনিকায়ন, এবং আন্তঃনগর ট্রেন সহ সকল প্রকার ট্রেন থামানো এবং ভারত থেকে রেল ওয়াগনে আমদানিকৃত পণ্য লোড আনলোডের  ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় হিলি রেলস্টেশনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,  উপজেলা কমান্ড, হাকিমপুর, ও  হিলি হাকিমপুর  নাগরিক কমিটি, এবং বিভিন্ন স্কুলের  শিক্ষার্থী, ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী  কমান্ডারের নেতৃত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ শামসুল হুদা খান, আহবায়ক, হিলি হাকিমপুর নাগরিক  কমিটি। শামসুল আলম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ ইন্সপেক্টর, এবং সদস্য, হিলি হাকিমপুর  নাগরিক  কমিটি। হাসান চৌধুরী মধু, যুগ্ন-আহ্বায়ক, হিলি  হাকিমপুর। নাগরিক  কমিটি। মাহমুদুল ইসলাম চৌধুরী, যুগ্ন-আহ্বায়ক, হিলি হাকিমপুর  নাগরিক  কমিটি। জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক, হিলি  হাকিমপুর নাগরিক  কমিটি।

উপস্থিত বক্তারা বলেন,  সীমান্তে কোন চোরাচালান না হলেও বিজিবির বাধার কারণে হিলি রেল স্টেশনে কোন ট্রেন দাঁড় করানো হচ্ছেনা। সন্ধা ৬টার পর কাউকে রেল স্টেশনে থাকতে দেয়া হচ্ছেনা। হিলি রেলস্টেশন আধুনিকায়ন সহ সকল প্রকার ট্রেন থামানোর দাবি জানান স্থানীয় এলাকাবাসী। এছাড়াও আমরা হাকিমপুরবাসী বাংলাদেশ রেলওয়ে সেবা থেকে বঞ্চিত।আমাদের এই রেলস্টেশনের উপর দিয়ে ঢাকাগামী সকল ট্রেন যাতায়াত  করে কিন্তু কোন স্টপেজ নেই। আমরা হিলি স্টেশনের আধুনিকায়ন সহ সকল ট্রেনের যাত্রা বিরতি চাই।

উল্লেখ্য, তিতুমীর এক্সপ্রেস  রাজশাহী হতে ছেড়ে আসা চিলাহাটিগামী  আন্তঃনগর ট্রেনটি  প্রতিদিনের ন্যায় সকাল ১০টার সময় হাকিমপুর হিলি রেল স্টেশনে দাড়ানোর পর বর্ণিত মানববন্ধনে অংশ গ্রহণ কৃত লোকজন তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সামনে শুয়ে পড়েন। পরবর্তীতে হাকিমপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –