• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হাকিমপুরের হিলি বিজিবি (আইসিপি) ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে নেতৃত্ব দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি মহিন্দ্র সিংসহ ১২সদস্যের প্রতিনিধি দল। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর।

এর আগে বিজিবির আমন্ত্রণে বিএসএফের প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এলে বিজিবির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজিবি জানায়, বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তের নারী শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয় আলোচনা হয়েছে। বিজিবি বিএসএফের মধ্যে এই ধরনের বৈঠক প্রতিনিয়তই হয়ে থাকে। 

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের জানান, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালানশ শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার,  কাঁটা তারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করতে একমত পোষণ করেন।

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ২০বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, সহ-অধিনায়ক মেজর মাসুদ রহমানসহ দুই বাহিনীর কর্মকর্তারা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –