– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

হিলি স্থলবন্দরে কমেছে কাঁচা মরিচের দাম

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

 
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিপ্রতি কমেছে ২০ টাকা। একদিন আগেও যা বিক্রি হয়েছিল ১১০ টাকায়। এখন ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকার ও ব্যবসায়ীরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, কেজিপ্রতি কাঁচা মরিচের দাম কমেছে ২০-৩০ টাকা পর্যন্ত। গত সপ্তাহ আগে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকায়। গতকালকেও বিক্রি হয়েছে ১০০-১১০ টাকায়।

কাঁচা মরিচ পাইকারি ব্যবসায়ী মন্টু বলেন, দাম কমার কারণে বিভিন্ন জেলা থেকে পাইকার ও ব্যবসায়ীরা বন্দরে আসছে কাঁচা মরিচ কিনতে। বেচাবিক্রি ভালো হচ্ছে। বর্তমানে চাহিদাও ভালো আছে।

হিলিতে কাঁচা মারিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, মোকামগুলোতে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে খুচরা বাজারে দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –