• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

হিলি স্থলবন্দরে কমেছে কাঁচা মরিচের দাম

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

 
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিপ্রতি কমেছে ২০ টাকা। একদিন আগেও যা বিক্রি হয়েছিল ১১০ টাকায়। এখন ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকার ও ব্যবসায়ীরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, কেজিপ্রতি কাঁচা মরিচের দাম কমেছে ২০-৩০ টাকা পর্যন্ত। গত সপ্তাহ আগে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকায়। গতকালকেও বিক্রি হয়েছে ১০০-১১০ টাকায়।

কাঁচা মরিচ পাইকারি ব্যবসায়ী মন্টু বলেন, দাম কমার কারণে বিভিন্ন জেলা থেকে পাইকার ও ব্যবসায়ীরা বন্দরে আসছে কাঁচা মরিচ কিনতে। বেচাবিক্রি ভালো হচ্ছে। বর্তমানে চাহিদাও ভালো আছে।

হিলিতে কাঁচা মারিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, মোকামগুলোতে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে খুচরা বাজারে দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –