• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

হিলি স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি শুরু

প্রকাশিত: ৪ জুন ২০২৪  

লোকসান আশঙ্কায় ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে দেশীয় পিয়াজের দাম বাড়ায় আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। দুটি ট্রাকে ৩৩ টন পিয়াজ আমদানি হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভারতীয় পিয়াজ বোঝাই দুটি  ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পিয়াজ আমদানি করেছে বলে জানা যায়। 

আমদানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মাহাবুব হোসেন সাংবাদিকদের জানান, দেশের বাজারে হঠাৎ দেশীয় পিয়াজের কেজি ৮০ টাকা হওয়ায় বাজার নিয়ন্ত্রণ রাখতে মঙ্গলবার থেকে ভারতীয় পিয়াজ আমদানি শুরু হয়েছে। লোকসান হওয়ায় গত ২০ দিন ধরে আমদানি বন্ধ থাকে। যদি বাজারে পিয়াজের দাম ভাল পাওয়া যায়, তাহলে ঈদের আগে আমদানি আরো বাড়বে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –