– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান প্রধানমন্ত্রীর ভর্তুকিতে কৃষিযন্ত্র দেওয়ার কথা শুনে বিদেশিরা অবাক হয়: কৃষিমন্ত্রী বিয়ের পরদিনই সড়কে ঝরল পুলিশ কর্মকতার প্রাণ কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আটক ৩ ‘অল্প টাকায় বাড়ীর পাশে চোখের চিকিৎসা করে ভালই লাগছে’

ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বোরো ধানক্ষেত থে‌কে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলার দুপু‌রে উপ‌জেলার নেকমরদ ইউপির ভকরগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়৷ 

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভকরগাঁও এলাকায় একদল কৃ‌ষি শ্রমিক বো‌রো ধান কাট‌তে গি‌য়ে অর্ধগলিত লাশটি দেখ‌তে পায়। পরে তারা রাণীশং‌কৈণ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ৷ 

রাণীশং‌কৈল থানার ও‌সি গুলফামুল হক মণ্ডল ব‌লেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এখন শনাক্ত করা সম্ভব হয়নি৷ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –