• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বন্যার কারণে সিলেটে পেছাল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রকাশিত: ১৯ মে ২০২২  

বন্যা পরিস্থিতির কারণে সিলেটে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (দ্বিতীয় ধাপ) পেছানো হয়েছে। এ পরীক্ষা তৃতীয় ধাপের সঙ্গে আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। তবে বাকি জেলাগুলোতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে।

বুধবার (১৮ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী অংশ নেবেন।

এর আগে প্রথম ধাপের পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –