• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

বজ্রপাতে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪  

দিনাজপুরের নবাবগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ইব্রাহিম (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা গোলাম উদ্দিন (৪৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামে এ ঘটনা ঘটে। ইব্রাহিম ও তার বাবা গোলাম উদ্দিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, প্রতিদিনের মতো সকালে বাবার সঙ্গে মাঠে কাজ করতে যায় ইব্রাহিম। দুপুরে হঠাৎ বিকট শব্দে মাঠে বজ্রপাত হয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত গোলাম উদ্দিনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –