• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কাহারোলে বেগুনের বাম্পার ফলন 

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

কাহারোলে এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। তবে দাম তুলনামূলকভাবে কম থাকায় হতাশা প্রকাশ করছেন চাষীরা। গতকাল শনিবার কাহারোল হাটে প্রতি মণ বেগুন বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা।

বেগুন বিক্রেতা মো. জালাল উদ্দিন এদিন কাহারোল হাটে ছয় মণ বেগুন বিক্রি করার জন্য নিয়ে আসেন। বাজারে বেগুনের দাম কম থাকায় বেগুন বিক্রি করেছেন ১২০ টাকা মণ দরে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় বেগুনের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বেগুনের দাম কিছুটা কম। তবে অল্প কিছুদিনের মধ্যেই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –