• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে দিনাজপুরে- কৃষকের মুখে হাসি

প্রকাশিত: ৫ আগস্ট ২০২১  

দিনাজপুরে কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে। দিনাজপুর কৃষিতে অগ্রগামী হলেও কিছুদিন পূর্বে অতি বৃষ্টি এবং শ্রাবণ মাসের মাঝামাঝিতে বৃষ্টি না হওয়ায় মরিচের ক্ষেতগুলো শুকিয়ে গাছ মরে যাওয়ায় এবার ফলন কম হয়েছে। এমনটাই বলছেন কৃষক ও ব্যবসায়ীরা।

গত এক সপ্তাহে কাঁচা মরিচের দাম বেড়ে কেজি প্রতি ১২০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

হাট-বাজারে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাঁচা মরিচের ঝাঁজ বেড়ে প্রতি কেজি খুচরা কাঁচা মরিচের দাম প্রকার ভেদে ১২০-১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচ ব্যবসায়ী রতন কুমার জানান, মোকামে মরিচ আমদানি কম ও বৃষ্টি কম হওয়ায় মরিচ উৎপাদন কম। এজন্য বাজারে চাহিদা বেশি থাকায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে।

পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের খুচরা মূল্য ১১০-১২৫ টাকা দরে কিনতে হচ্ছে। আমরা বিক্রি করছি ১২০-১৬০ টাকা কেজি দরে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –