• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

চিরিরবন্দর উপজেলায় এবার পাটের বাম্পার ফলন

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১  

চিরিরবন্দর উপজেলায় এবার পাটের ভালো ফলন হয়েছে। সেই সঙ্গে পাটের বাজারমূল্য ভালো থাকায় খুশি পাটচাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৬০৭ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে।

পাটচাষি ছাইদুর রহমান জানান, জমি তৈরি থেকে শুরু করে আঁশ শুকানো পর্যন্ত প্রতি বিঘায় খরচ হয়েছে ২১-২২ হাজার টাকা। বর্তমান বাজারদরে বিক্রি হবে ৪৫-৫০ হাজার টাকা।

পাট ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, ‘আমরা প্রতি মণ পাট ২৭০০-২৮০০ টাকায় কিনছি।’

জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক প্রদীপ কুমার গুহ জানান, লকডাউন উঠে গেলে পাটের দাম আরো বাড়বে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –