• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রাজস্ব দিয়ে রেকর্ড গড়ল ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১  

করোনার মহামারির মধ্যে সন্তোষজনক সেবা দিয়ে ২০২০-২১ অর্থবছরে সাড়ে ১৪ লাখ টাকা রাজস্ব জমার রেকর্ড গড়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ অর্থবছরে জেলায় রাজস্ব জমা দেয়ার এটিই সর্বোচ্চ রেকর্ড।

সংশ্লিষ্টরা জানান, এ রেকর্ড গড়ার পেছনের মূল কারিগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। ২০২০ সালের ১০ অক্টোবর এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন তিনি। তারপর থেকেই ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন। সব বিভাগে নিয়মিত সরেজমিনে গিয়ে সেবা কার্যক্রমের দেখভাল করেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রেকর্ড পরিমাণ রাজস্ব আয়ের পাশাপাশি বদলে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ও বাইরের দৃশ্য। কমপ্লেক্সের প্রশাসনিক ভবন, জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্রসূতি বিভাগ, অপারেশন থিয়েটার ও ইনডোর বিভাগের পরিষ্কার-পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো। কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্যসেবাপ্রত্যাশীদের গাড়ি পার্কিংয়ের সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে। কমপ্লেক্সের অধিকাংশ ভবনই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে জরুরি বিভাগ থেকে ৭০ হাজার ৮৪৮ টাকা, বহির্বিভাগ (আউটডোর) থেকে এক লাখ ৫৪ হাজার ৩১১ টাকা, ভর্তি হওয়া রোগীর কাছ থেকে ৭৬ হাজার ৭২০ টাকা, অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ পাঁচ লাখ ৫৫ হাজার ৯৪০ টাকা, ইসিজি পরীক্ষা থেকে তিন হাজার ৫২০ টাকা, এক্স-রে পরীক্ষা থেকে ২৫ হাজার ৩৭৬ টাকা ও প্যাথলজি পরীক্ষা থেকে ৫ লাখ ৭৫ হাজার ৯১০ টাকা আয় হয়েছে। এই টাকার মোট পরিমাণ ১৪ লাখ ৬২ হাজার ৬২৫ টাকা। গত জুনে ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে এ টাকা জমা দিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘২০২০ সালের আগে কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার বিভিন্ন খাত থেকে আয় করা টাকা প্রতি মাসে ব্যাংকে জমা হতো। কিন্তু ডা. মশিউর রহমান যোগদানের পর থেকে রাজস্ব আয়ের টাকা প্রতি সপ্তাহেই রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেন।’

বৃহস্পতিবার সকালে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা উপজেলার মাদিলা গ্রামের বাসিন্দা এনতাজুল ইসলাম বলেন, ‘গত বছরও একবার এ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম। আজ আবারও এসে দেখি হাসপাতালের পুরো চেহারাই পাল্টে গেছে। সব নতুন নতুন লাগছে। আগের তুলনায় এখানকার সেবার মানও অনেক ভালো হয়েছে।’

উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, ‘ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম এত বড় অঙ্কের রাজস্ব জমা হওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। এটি সম্ভব হয়েছে বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের আন্তরিক প্রচেষ্টায়। আগামীতে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আরও উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে।’

ডা. মো. মশিউর রহমান বলেন, ‘একজন ডাক্তার ও সরকারি কর্মকর্তা হিসেবে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করছে।’

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দেরও অনুরোধ জানান তিনি।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ও নন-কোভিড রোগীদের সেবাদানের পাশাপাশি বিভিন্ন সেবা খাত থেকে রেকর্ড রাজস্ব আদায় হয়েছে। জনবল সংকট থাকার পরও এখানে আগের তুলনায় স্বাস্থ্যসেবার মান অনেক  বেড়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর এখন পর্যন্ত ১৭ হাজার ২১৬ জন জরুরি রোগী, চার হাজার ৩১৭ জন ভর্তি রোগী এবং ৩৭ হাজার ২৩৮ জন বহির্বিভাগের রোগীসহ মোট ৫৮ হাজার ৭৭১ জন রোগী স্বাস্থ্যসেবা নিয়েছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –