• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

হাকিমপুরের এই কালভার্ট যেন মরণফাঁদ 

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১  

হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামের দক্ষিণপাড়া নতুন মসজিদ যাওয়ার একমাত্র রাস্তার কালভার্টটি যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কালভার্ট ভেঙে পড়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখে যায়, হিলি বন্দর থেকে বৈগ্রাম যাওয়ার রাস্তা এটি। গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে বেশি চলাচল করেন। তবে রাস্তার একমাত্র কালভার্ট ভেঙে পড়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

বৈগ্রামের বাসিন্দা মবিনুর ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। অনেকদিন থেকে এটি ভেঙে পড়ে আছে। আমাদের চলাচলে অনেক সমস্যা হয়। রাতের আঁধারে চলার সময় অনেকে গাড়ি নিয়ে পড়েও যায়। অনেকের ক্ষতিও হয়েছে।

স্থানীয় আরও কয়েকজন জানায়, এই কালভার্টটি সংস্কার করে দিলে আমাদের চলাচলের অনেক সুবিধা হবে। উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এটি যেন সমাধান করে দেয়।

বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যান মেফতাউল জান্নাত জানান, কালভার্টটি ভেঙে পড়ার কথা শুনেছি। নতুন বরাদ্দ আসলে কালভার্ট সংস্কার করে দেওয়া হবে।

তবে উল্টো কথা বলছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম জানান, আমি কালভার্ট ভেঙে পড়ার খবর শুনেছি। জাইকার প্রকল্প বা এডিপির প্রজেক্ট থেকে নতুন রিং পাইপসহ কালভার্টটি দ্রুত মেরামত করে দেওয়া হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –