• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পার্বতীপুরে কলেজছাত্রের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক-২ 

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১  

দিনাজপুরের পার্বতীপুর সজিব রানা নামে এক কলেজছাত্রের কাছ থেকে দু’টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সামসুদ্দিনের কুতুবপুরের লিচু বাগানে অবস্থানকালে

এ ঘটনায় আটককৃত সজিব রানার স্কুলব্যাগ থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়। আটককৃত সজিব পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের আমিনুল হকের ছেলে। 

গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারআসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর। বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানায় তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –