• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে শুটারগান-ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১  

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে সজিব রানা (২২) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, শ্যুটার গান, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোমিনুল করিম।

এর আগে বুধবার রাত ৯টায় পার্বতীপুর থানা পুলিশ মোস্তফাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সজিব একই উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল হকের ছেলে।

ব্রিফিংয়ে মোমিনুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি টহল দল রামচন্দ্রপুর এলাকায় মতিনের লিচু বাগানে অভিযান চালায়। এসময় সজিবকে আটক করে তার মোটরসাইকেলে থাকা শপিংব্যাগ তল্লাশি করে। এসময় একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লোহার তৈরি দেশীয় শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করে।

তিনি আরও জানান, সজিবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –