• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নবাবগঞ্জে ফেনসিডিলসহ যুবদলকর্মী আটক 

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১  

দিনাজপুর জেলার নবাবগঞ্জ থেকে ১০১ বোতল ফেনসিডিলসহ ইদ্রিস আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ইদ্রিস যুবদলের একজন কর্মী। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজারস্থ রানীগঞ্জ বাজার টু বিরামপুর বাজারগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীকে (৩০) আটক করা হয়।

জানা গেছে, আটককৃত ইদ্রিস যুবদলের একজন সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে। ইদ্রিস আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –