• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

খানসামার প্রথম নারী ইউএনও রাশিদা আক্তার 

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১  

উপজেলা পরিষদ গঠনের পর প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেল দিনাজপুরের খানসামা উপজেলা। দীর্ঘ ৩৯ বছর পর প্রথম নারী ইউএনও হিসেবে সেখানে পদায়িত হয়েছেন রাশিদা আক্তার।

গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করা রাশিদা আক্তার এর আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিএসটিআই অফিসে কর্মরত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৩ নভেম্বর বিদায়ী ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের কাছ থেকে নবাগত ইউএনও রাশিদা আক্তার দায়িত্ব গ্রহণ করবেন। রাশিদা আক্তারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায়।

নবাগত ইউএনও রাশিদা আক্তার বলেন, খানসামা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –