• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

বিরামপুর সীমান্তে ১৯ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১  

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তঘেঁষা এক গ্রামে বাড়ির উঠানে জুয়ার আসর থেকে ১৯ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। আটকদের শুক্রবার বিকালে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার বিনাইল ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে জুয়াড়িদের আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে নগদ ২০ হাজার ৭৩৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন, কল্যাণপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল বাতেন (৪৮), গোলজার হোসেন (৪৫), মো. শাহজাহান মিয়া (৪৫), মো. ফরহাদ হোসেন (৩০), মো. ফারুক হোসেন (৪০), দুলাল হোসেন (৩৫), মো. আনিছুর রহমান (৪০) মো. দবিরুল ইসলাম (৩৮), মো. মিজানুল রহমান (৫০), শাহাদত হোসেন (৬০), মো. আব্দুর রশিদ সরকার (৩৭), বুদ্ধিনাথ হাসদা (৩৯), মো. বেলাল হোসেন(৪৩), মো. বাচ্চু (২৮), ভারত মার্ডি (৩৬), মো. রানা (৩৬), মো. নয়ন হোসেন (২৮) মো. বদিউজ্জামান (৫২) ও মেহেদী হাসান সোহাগ(২৬)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ভোরে কল্যাণপুর গ্রামে জুয়া চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রামের আব্দুল বাতেনের বাড়ির উঠানে জুয়ার আসর থেকে ১৯ জুয়াড়িকে আটক করা হয় এবং নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয় তাদের থেকে। এ সময় চারজন অজ্ঞাতনামা জুয়াড়ি পালিয়ে যায়।

ওসি জানান, আটকদের বিরুদ্ধে বিরামপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়েছে। আসামিদেরকে শুক্রবার বিকালে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –