• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ফুলবাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি কর্মকর্তাদের অংশ গ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯-এর ব্যবহার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ইনডোমেন্ট ফর ডেমোক্রেসি’র (এনইডি) সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। কর্মশালায় তথ্য অধিকার আইনের সামগ্রিক পটভূমি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন রিইব’র সহকারী পরিচালক সুপ্রিম কোর্টের আইনজীবী রুহি নাজ।

কর্মশালায় তথ্য অধিকার আইনের কর্তৃপক্ষ সমূহের দায়িত্ব ও করণীয় এবং তথ্য আবেদনের জন্য আবেদনকারীর ভূমিকা ও করণীয়, তথ্য প্রদানকারীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।

আরটিআই টিম’র সদস্য সঞ্জিত প্রসাদ গুপ্ত’র সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, ফুলবাড়ী আরটিআই টিম’র সভাপতি সহকারী অধ্যাপক এসএম আব্দুল্লাহ আখতারুজ্জামান, রিইব’র আঞ্চলিক সমন্বয়কারী মো. মতিউর রহমান প্রমুখ। এসময় দিনাজপুর, ফুলবাড়ী এবং নবাবগঞ্জের আরটিআই টিম’র সদস্যরা উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –