• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হাকিমপুরে মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী অভিযানে তারেক হোসেন আকাশ (২৩) নামে এক যুবককে তল্লাশি করে ১৩১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। হাকিমপুরের সীমান্তের জিলাপিপট্টি এলাকা থেকে গত শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক তারেক হোসেন জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার তারেক হোসেনকে দিনাজপুর আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার। 

হাকিমপুর থানার ওসি খায়াংল বাশার বলেন, হাকিমপুরের সীমান্ত এলাকা দিয়ে ফেন্সিডিল দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় পুলিশ। সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল সীমান্তবর্তী জিলাপিপট্টি এলাকায় অবস্থান নেয়। এসময় সীমান্তের দিক থেকে আসা তারেক হোসেনকে গ্রেফতার করা হয়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –