• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কাহারোলে মদপানে ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মৃত্যু 

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দহাট এলাকায় মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় দুজন হাসপাতালে ভর্তি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ছুটে আসে ঘটনাস্থলে।

এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে জয়নন্দ গ্রামের কয়েকজন চোলাই মদ পান করে। এতে রাতেই মিঠু নামে একজন নিজবাড়িতে মারা যান। একই এলাকার ডাবোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বুধবার দুপুরে মারা গেলে মদপানের ঘটনা ফাঁস হয়ে যায়।
 
এ ঘটানায় মেহের আলীসহ অন্য একজনকে অসুস্থ অবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মেহের আলীও মৃত্যুবরণ করেন।

ঘটনাস্থল পরিদর্শনে আশা কাহারোল থানা পুলিশের কাছে জানতে চাইলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –