• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইলের দোকানে চুরি 

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইলের দোকানের টিন কেটে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার ( ৩০ নভেম্বর ) দিবাগত রাতে পৌর শহরের নিমতলা মোড়ে সোহেল টেলিকম নামে একটি মোবাইলের দোকানে টিন কেটে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক নুর আলম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ী চলে যান তিনি। এরপর পরের দিন বুধবার সকালে দোকান খুলে দেখেন দোকানের উপরের সেলিং খোলা এবং টিন কাটা রয়েছে। সেখানে একটি দড়ি ঝোলানো রয়েছে। তিনি বলেন দোকানের স্মার্ট মোবাইল, এক্সোসরিস সহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এ ঘটনায় দোকান মালিক নুর আলম বাদী হয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এ নিয়ে ওই মার্কেটে চার বার চুরির ঘটনা ঘটলো। এর আগে পাশের দোকানে চুরির ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কেট মালিক মোতালেব হোসেন। পৌর কাওন্সিলর মমতাজুর রহমান পারভেজ ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন এটি খুব দু:খজনক ঘটনা। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের চরম ক্ষতির সম্মুখিন হতে হবে। এ বিষয়ে তারা প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছন।

বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি শুনেছি, পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –