• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বগি লাইনচ্যুত হওয়ায় পার্বতীপুর-রংপুর রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরের পার্বতীপুরে লালমনিরহাটগামী কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১২ টা ৫৫ মিনিটে ট্রেন ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর এ ঘটনা ঘটে। এরপর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ওই ট্রেনের পরিচালক ইমরান হোসেন বলেন, রংপুরের উদ্দেশে ট্রেনটি যাত্রা শুরু করে। এর কয়েক মিনিট পর ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে যাত্রীবাহী ৯৩৮৪ নম্বর বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। পরে লাইনচ্যুত হওয়াসহ পেছনের আরেকটি যাত্রীবাহী র‌্যাক ছাড়াই প্রায় আধা ঘণ্টা বিলম্বে ট্রেনটি রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শওকত আলী বলেন, লাইনচ্যুত র‌্যাকের উদ্ধার কাজ চলমান রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে এর কারণ জানা যাবে।

লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ জানান, লাইনচ্যুতের ঘটনায় লালমনিরহাটের টিআই ছহির উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –