• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বীরগঞ্জে মাসব্যাপী প্রমিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন     

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরের বীরগঞ্জে মাস ব্যাপী প্রমিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। অনুর্ধ-১২ প্রমিলা ফুটবল প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১০০জন এবং অনুর্ধ-১৪ প্রমিলা ফুটবল প্রশিক্ষনে উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০জন ছাত্রী অংশগ্রহন করছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন দর্পন নারায়ন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাইন উদ্দিন আহমেদ, সহ সভাপতি বিমল দাস, গোলাপগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা, শিক্ষক নেতা আহসান হাবিব লাবু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –