• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

অতিরিক্ত মদপানে খানসামায় কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১  

অতিরিক্ত মদপানে দিনাজপুরের খানসামা উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও একজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় রাশেদুল ইসলামের ছেলে রাব্বী (১৬) ও আইদুল ইসলামের ছেলে জহরুল (১৭) মদের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খায়। পরে রাব্বী ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায়। সকালে বাড়ির পাশের রসুন ক্ষেত থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ।

আর জহুরুল অসুস্থ অবস্থায় বাড়ি এলে তার পরিবার সদস্যরা টের পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

বিষয়টি নিশ্চিত করে ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাব্বীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে। তবে অধিকতর তদন্ত শেষে এই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –