• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বিরলে ৭ শতাধিক ভিক্ষুক-প্রতিবন্ধীকে খাওয়ালেন মুদিদোকানি

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরে নিজস্ব উদ্যোগে সাত শতাধিক বৃদ্ধ, ভিক্ষুক, প্রতিবন্ধী ও দুস্থদের একবেলা খাওয়ালেন এক মুদিদোকানি। শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর পৌরশহরের রামনগর মাঠে এ আয়োজন করা হয়।

মধ্যাহ্নভোজের এ আয়োজন করেন পৌরশহরের রামনগর এলাকার রাহাত হোসেন নামের ওই মুদি ব্যবসায়ী। তিনি ওই এলাকার মৃত ইউনূস আলীর (কাইমুস) ছেলে।

বিরল উপজেলার মালঝার এলাকার শাহজাদী নামের এক বৃদ্ধা বলেন, ‘আমি জানি না কী নিয়তে এই খাওয়া-দাওয়া দিচ্ছে। তবে যে নিয়তেই দেক, আল্লাহ তার মঙ্গল করুক। তার মনের ইচ্ছা পূরণ করুক।’

সরেজমিন গিয়ে দেখা যায়, রামনগন মাঠে এক পাশে রান্না হচ্ছে, সাজানো হয়েছে তরণ-প্যান্ডেল। সকাল থেকেই ‘মা স্টোর’ নামে মুদি দোকানের টি-শার্ট পরে স্বচ্ছাসেবকরা কাজ করছিলেন। আগে থেকেই মা স্টোরের প্যাডে হাতে লেখা টোকেন দেওয়া হয় ভিক্ষুক, প্রতিবন্ধী ও বয়স্কদের হাতে। তারা সবাই টোকেন নিয়ে দাওয়াতে আসেন।

অমিসা নামের আরেক বৃদ্ধা বলেন, ‘সব ধরনের আপদ-বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করুক। তার সবকিছুর অপর আল্লাহ বরকত দেক। তার আয়-উন্নতি হোক—এই দোয়া করি।’

আয়োজক রাহাতের বড় বোন শাকিলা বেগম বলেন, ‘আমার ভাইয়ের এই ইচ্ছা অনেকদিন আগের। আজ তার সেই ইচ্ছা পূরণ হলো। তার এ মহৎ কাজ দেখে আমি গর্বিত।’

আয়োজনের বিষয়ে জানতে চাইলে মুদিদোকানি রাহাত হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই একটি ইচ্ছে ছিল একদিনের জন্য হলেও সমাজের বৃদ্ধ, ভিক্ষুক, প্রতিবন্ধী ও দুস্থদের খাওয়াবো। আজ আল্লাহ সেই সুযোগ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, সমাজে অনেক বড় বড় ব্যবসায়ী আছেন। আমরা সবাই যদি এসব মানুষের জন্য এগিয়ে আসি তাহেল আমি মনে করি সমাজ আরও সুন্দর করে গড়ে উঠবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –