• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঘন কুয়াশার পাশাপাশি ফুলবাড়ীতে কনকনে ঠান্ডা 

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১  

ফুলবাড়ী উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে প্রতিদিন তাপমাত্রা কমতে শুরু করেছে। ঘন কুয়াশার পাশাপাশি উত্তর দিক থেকে হিমেল বাতাস বইছে। তীব্র শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। 

গত শুক্রবার সকাল ৬টায় দিনাজপুরে ২৫ দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৭২ শতাংশ ছিল বলে জানায় আবহাওয়া অফিস। 

জানা যায়, ফুলবাড়ী পৌরশহরসহ আশপাশের হাটবাজারের শীতের কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। সেই সঙ্গে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশকের কারিগররা। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সাবধানে যাতায়াত করছে। দিনেও হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে।

দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টায় ২৫ দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশ; সেই সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ কিলোমিটার ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতি ১০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। দিন-রাতের তাপমাত্রার বেশ পার্থক্য থাকছে। 

রাতে ও সকালে তাপমাত্রা কমে যাচ্ছে, আবার দিনের মধ্যভাগে থাকছে রোদের তাপ। শীতের কারণে দিনমজুর ও ক্ষেতমজুররা ঠিকমতো কাজ করতে পারছেন না। রিকশাভ্যান শ্রমিকরা কাজে আসছেন বেলা বাড়ার পর থেকে। শীতের কারণে জনশূন্য থাকছে শহরগুলো। শীতে গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে অসহায় দুস্থ মানুষরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –