• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

অবশেষে দিনাজপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি উদ্ধার 

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২  

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি অবশেষে উদ্ধার হয়েছে। চুরির ২৪ ঘণ্টার মধ্যে শিশুটি উদ্ধার করে প্রসূতি মায়ের কাছে ফেরত দিয়েছে পুলিশ। হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনার সাথে জড়িত শিউলী বেগম (২২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাপক তোলাপাড় চলছে।

দিনাজপুরের চিরিরবন্দর থানার মাহাদানি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের স্ত্রী জাহেদা বেগম প্রসব ব্যথা নিয়ে রবিবার দুপুরে ভর্তি হন দিনাজপুর জেনারেল হাসপাতালে। সোমবার সকালে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। গতকাল দুপুরের পর জাহেদা তার বোন হাজেরার কাছে নবজাতককে রেখে শৌচাগারে যান। সে সময় অপরিচিত এক নারী নবজাতককে তার কাছে রেখে হাজেরার বোনকে সাহায্য করার পরামর্শ দেন। সরল বিশ্বাসে হাজেরা নবজাতককে ওই নারীর কাছে রেখে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন নবজাতককে নিয়ে সটকে পড়েছেন অপরিচিত ওই নারী। পরে তাদের চিৎকার চেঁচামেচিতে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। 

বিষয়টি কোতয়ালী থানাকে জানালে নবজাতককে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টায় থাকে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর শাহাপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া শিশুটি।

অন্যদিকে, আটক হওয়া শিউলী ওই এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী। শিউলীর প্রথম ঘরে দু’টি সন্তান রয়েছে। মোস্তাফিজুরের সাথে দুই বছর আগে দ্বিতীয় বিয়ে হলেও এখনো সন্তান হয়নি। লালন-পালনের উদ্দেশ্যেই নবজাতকটিকে চুরি করেছিলো বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানিয়েছে শিউলী।

তবে, স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার জন্য নবজাতককে হারাতে হচ্ছিলো তাদের। হাসপাতালে কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানান, শিশুটি সুস্থ্য ও ভালো আছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –