• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরলে ট্রাক্টরের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আবুল কালাম আজাদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন।

সোমবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ধামইর ইউনিয়নের শিমুলতলা আদিবাসীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজী দিঘী গ্রামের অমিজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলপুর বাজারে নিজ দোকানে রোগী দেখা ও ওষুধ বিক্রি শেষে সোমবার রাতে পল্লি চিকিৎসক আজাদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বোচাগঞ্জ থেকে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এতে প্রায় আধ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –